তরিকুল ইসলাম মিঠু, যশোর
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৯:৩৬ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫ ১১:০৮ এএম
যশোর রেলস্টেশনে এলাকা নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে। স্টেশনে যাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ট্রেনের যাত্রী ছাড়াও রেল কর্মকর্তা ও কর্মচারীরাও ছিনতাইয়ের কবলে পড়ছেন। ভয়াবহ বিষয় হলো প্লাটফর্মের জিআরপি পুলিশও এ থেকে রক্ষা পাচ্ছেন না। ওত পেতে থাকা ছিনতাইকারীরা ট্রেনের যাত্রী ও রেল কর্মকর্তাদের টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নিচ্ছে। এতে বাধা দিলে ছুরাকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।
জানা গেছে, হরহামেশাই এমন ঘটনা ঘটছে। রেলস্টেশন এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শিথিল হাওয়ায় যশোর রেলস্টেশনসহ নানা স্থানে ছিনতেই বেড়ে গেছে।
সম্প্রতি যশোর রেলস্টেশনে রাত সাড়ে ১০টার দিকে নকশী কাঁথা ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে এসে দাঁড়ায়। এ সময়ে ট্রেনের এটিএস বিল্লাল হোসেন ট্রেন থেকে নেমে ওভারব্রিজের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ ৩-৪ জন ছিনতাইকারী মোবাইল ফোনসহ তার সর্বস্ব নিয়ে যায়। তিনি নিজের পরিচয় দিয়েও রক্ষা পাননি। বরং ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি জেলার সদর উপজেলার নীলগঞ্জ সাহা পাড়া এক নম্বর ওয়ার্ডের মৃত বাবু হোসেনের ছেলে।
এর আগে রাতে প্লাটফর্মের দায়িত্বরত জিআরপি পুলিশের কনস্টেবল আনিসুর রহমান যাত্রীদের ছিনতাই বাধা দিলে উপর্যুপরি তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় ৮ জনকে আসামি করে মামলাও করেন জিআরপি পুলিশ। কিন্তু ছিনতাইকারীরা গ্রেপ্তার না হওয়ায় ছিনতায়ের ঘটনা বেড়েই চলছে।
প্লাটফর্মের একাধিক সূত্র বলছে, স্টেশন এলাকার অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। রেলস্টেশনে দিনে ও রাতে প্রতিনিয়ত যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মালামাল ছিনতাই হচ্ছে। ট্রেন থেকে নেমে যাত্রীরা ওভারব্রিজের কাছে গেলে এবং প্লাটফর্মের শেষ মাথায় বা আশপাশে গেলেই দুর্বৃত্তরা এসে ছুরি-চাকুর ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। খোদ রেলের ব্যক্তিরা বাদ যাচ্ছেন না। তারপরও টনক নড়ছে না আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোনতোষ বলেন, ‘স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের নিরাপত্তা দিতে আমরা সজাগ আছি। টহল দল প্লাটফর্মের এক প্রান্তে থাকলে অন্য প্রান্তে যাত্রীদের টার্গেট করে অপরাধীরা ছিনতাই করছে। ইতোমধ্যে ছিনতাইকারীদের ধরতে গিয়ে আনিসুর নামে এক কনস্টেবল গুরুতর জখম হয়েছেন। আমরা যাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটে তার চেষ্টা আপ্রাণ করে যাচ্ছি।’
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবুল বাশার বলেন, ‘যশোরে কিশোর গ্যাংয়ে প্রচুর সদস্য রয়েছে। সম্প্রতি কয়েকজনকে ধরা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।