মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ০৯:২০ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫ ১০:৫৫ এএম
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ। প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসাবাড়ির মালামালসহ পিকআপে ১৭ জন যাত্রী ছিল। ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। তাদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।