× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে রেলক্রসিংয়ে কারিগরি শিক্ষার্থীরা, ট্রেনের যাত্রা বিলম্বিত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১৫:২৬ পিএম

ছয় দফা দাবিতে ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

ছয় দফা দাবিতে ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

ছয় দফা দাবিতে ফেনীতে কারিগরি শিক্ষার্থীরা কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে প্রায় ১টা পর্যন্ত ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দশ মিনিট ফেনী স্টেশনে আটকা থাকে৷ এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ৪৫ মিনিট পর্যন্ত গুনবতি স্টেশনে সংকেতের অপেক্ষায় থাকে৷ এতে রেল ক্রসিং সড়কের দুই পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুর রহমান ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুজ্জামান ঘটনাস্থলে এসে ছাত্রদেরকে বুঝিয়ে কর্মসূচি প্রত্যাহার করান।

কর্মসূচিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ফেনী, কমপেক্ট মেডিকেল ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

ফেনী টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সপেক্টর পদোন্নতি হাইকোর্টের রিট বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ, ক্রাফট ইন্সট্রাক্টরসহ কারিগরি সকল পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করণ সহ ৬ দফা দাবিতে দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

কর্মসূচিতে আরেক শিক্ষার্থী মো. মাসুদ বলেন, বছরের পর বছর আমরা এসব দাবি নিয়ে সোচ্চার হলেও প্রশাসন নিরব থাকে। তাই আমরা গতকাল সাংবাদিক সম্মেলন ও আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছি। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে৷

ফেনীর ট্রাফিক ইনচার্জ এসএম শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের পর এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মুহাম্মদ হারুন বলেন, কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী বিলম্বে স্টেশনে আগমন-প্রস্থান করে। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামীতে যেকোন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আমার কার্যালয়ে আসতে তাদেরকে আহ্বান জানানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা