হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১৪:১৩ পিএম
প্রবা ফটো
শুল্কমুক্ত চাল আমদানির মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। তবে শল্কযুক্ত চাল আমদানি করতে পারবেন আমদানিকারকরা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুল্কমুক্ত চাল আমদানির সময়সীমা শেষ হয়েছে। এ কারণে বিগত কয়েকদিন ধরে চাল আমদানি বেড়েছিল এই বন্দরে। আজ থেকে এই বন্দরে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ রয়েছে। যদি কেউ চাল আমদানি করতে চাই তাহলে তাকে সরকার নির্ধারিত শুল্ক দিয়ে চাল আমদানি করতে পারবেন।
চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির অনুমতি দেয় সরকার। সেইসঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয় চালের আমদানি শুল্ক। ভারত থেকে চাল আসা শুরু হয় গত ১১ নভেম্বর। ঘোষণা অনুযায়ী, এই দফায় আমদানি বন্ধ হওয়ার কথা আজ ১৬ এপ্রিল।