লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১০:০৮ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫ ১০:৫৫ এএম
ট্রেনে আগুন আতঙ্কে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস থেকে হঠাৎ লাফ দেন এক দম্পতি। এতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হলেও মারা গেছে তাদের কোলে থাকা আট মাসের শিশুটি।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে ট্রেনটি পৌঁছানোর একটু আগে এ ঘটনা ঘটে।
লাফিয়ে পড়ে আহতরা হলেন আবদুর রাজ্জাক ও লিজা আক্তার। এতে মৃত্যু হয়েছে শিশু হামদানের।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আমরা রেললাইনের পাশে চায়ের দোকানে চা খেতে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ অন্ধকারে চিৎকার শুনে দ্রুত গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আহত লিজা আক্তার বলেন, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। ট্রেনে হঠাৎ আগুন লাগার একটি চিৎকার শুনতে পাই। এরপর কী করেছি আমার জানা নাই।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত বলেন, শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। তার বাবার অবস্থা আশঙ্কাজনক। মায়ের অবস্থাও ভালো নয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
লোহাগাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, ইঞ্জিনের পেছনের বগিতে শর্টসার্কিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়, স্টেশনে আসার পর আমি এটি দেখেছি।
এ বিষয়ে লোহাগাড়া থানার এসআই জাহেদ বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।