কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১৪:১৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫ ১৪:১৫ পিএম
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রবা ফটো
চাঁদপুরের কচুয়া উপজেলায় ডেকে নিয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বিতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক বিতারা উত্তর পাড়া খলিফা বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে। বিতারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন তিনি।
নিহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমার স্বামী ভাত খেয়ে ঘুমাতে যাবে এমন সময় গ্রাম পুলিশ জালাল পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। তারা পেছন থেকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে তাদের উঠানে ফেলে রাখে।’
এ ঘটনায় শুক্কুর আলী, জাহাঙ্গীর ও জালাল নামে তিনজনের নামে মামলা করেছেন তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, রাতেই নুরুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ তিনজনকে আটক করা হয়েছে।