প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ১৯:১৫ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫ ১৯:৩৫ পিএম
শনিবার সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে দলের বিভাগীয় প্রতিনিধি সভায় কথা বলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। প্রবা ফটো
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণের অংশগ্রহণে ধন্য গণঅভ্যুত্থানের পর, জনগণের বিজয় ধরে রাখতে না পারলে এবং তাদের অভিপ্রায়ভিত্তিক প্রজাতন্ত্র নির্মাণে ‘জাতীয় সনদ’ গৃহীত না হলে, রাজনৈতিক নৈরাজ্য বা রক্তপাতের ঝুঁকি বাড়বে। পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করা সম্ভব হবে না। আন্দোলন-সংগ্রাম এবং রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের স্বপক্ষে জনগণের মাঝে বীরোচিত ঐক্য স্থাপিত হয়েছে, এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে সংসদের উচ্চকক্ষ, প্রদেশ, স্বশাসিত স্থানীয় সরকার ও জাতীয় সনদ প্রণয়নের দাবিতে দলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব না দিলে, যেকোনো মুহূর্তে চরম সংকট ডেকে আনতে পারে, তা বিবেচনায় নিয়েই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে।
সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ব্যাপক কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক-সংস্কৃতি সংস্কার ছাড়া আওয়ামী দুঃশাসনের চরম প্রতিক্রিয়াশীল ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা থেকে জনগণ নিরাপদ হতে পারবে না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অক্ষত রেখে কোনো ধরনের আপস জনগণ মেনে নেবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জেএসডির সভাপতি অ্যাডভোকেট মিয়া হোসেন। এ সময় আরও বক্তব্য দেন, দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন, ফারজানা দিবা, সাইফুল ইসলাম ফকির, অ্যাড. তাজ উদ্দিন সবুজ, গোলাম ফারুক বুলবুল, তানজিদুর রহমান পিয়াস, ডা. শামসুদ্দিন, ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।