রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৭:৩৩ পিএম
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। প্রবা ফটো
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান দায়িত্ব গ্রহণের এক বছরে জনসেবায় অসামান্য দক্ষতা ও মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৪ সালের ২৭ মার্চ যোগদানের পর তিনি রায়পুর উপজেলা প্রশাসনে গতি ও স্বচ্ছতা ফিরিয়ে আনেন।
উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সেবামূলক কাজে তার সক্রিয় উপস্থিতি ও নিবেদিত প্রয়াস প্রশংসিত হয়েছে সর্বমহলে। ইভটিজিং, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা রোধে তিনি ছিলেন কঠোর। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তার নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করে।
শিক্ষা খাতে মানোন্নয়নে নিয়মিত পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয় উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। ই-নথি ও অনলাইন অভিযোগ ব্যবস্থায় শতভাগ অগ্রগতি এনে জনসেবা কার্যক্রম সহজ করেছেন।
ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের খাদ্য, চিকিৎসা ও শীতবস্ত্র সহায়তা দিয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বন্যা মোকাবেলায়ও তার কার্যকর সমন্বয় জনগণের প্রশংসা কুড়ায়।
স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে একজন দায়বদ্ধ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ইমরান খান বলেন, ‘রায়পুরকে স্মার্ট ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়তেই এই প্রয়াস।’