× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে ইউএনও ইমরান খানের এক বছরের উদ্যমী অভিযাত্রা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৭:৩৩ পিএম

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। প্রবা ফটো

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। প্রবা ফটো

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান দায়িত্ব গ্রহণের এক বছরে জনসেবায় অসামান্য দক্ষতা ও মানবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৪ সালের ২৭ মার্চ যোগদানের পর তিনি রায়পুর উপজেলা প্রশাসনে গতি ও স্বচ্ছতা ফিরিয়ে আনেন।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সেবামূলক কাজে তার সক্রিয় উপস্থিতি ও নিবেদিত প্রয়াস প্রশংসিত হয়েছে সর্বমহলে। ইভটিজিং, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা রোধে তিনি ছিলেন কঠোর। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তার নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করে।

শিক্ষা খাতে মানোন্নয়নে নিয়মিত পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয় উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। ই-নথি ও অনলাইন অভিযোগ ব্যবস্থায় শতভাগ অগ্রগতি এনে জনসেবা কার্যক্রম সহজ করেছেন।

ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের খাদ্য, চিকিৎসা ও শীতবস্ত্র সহায়তা দিয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বন্যা মোকাবেলায়ও তার কার্যকর সমন্বয় জনগণের প্রশংসা কুড়ায়।

স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে একজন দায়বদ্ধ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ইমরান খান বলেন, ‘রায়পুরকে স্মার্ট ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়তেই এই প্রয়াস।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা