চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১১:২৬ এএম
প্রবা ফটো
চাঁদপুরের মতলব উপজেলার মুন্সীরহাট বাজারে আগুন লেগে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে মুন্সীরহাট বাজারের একটি রঙের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ আগুন লাগে। এতে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছেন বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী প্রতিদিনের বাংলাদেশকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, বাজারের নবীরের রঙের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টার মতো সময় লাগে। তবে ততোক্ষণে পুড়ে যায় ১৮টি দোকানের মালামাল ও অবকাঠামো। কিছুই রক্ষা করা যায়নি। এতে তাদের প্রায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকাল সাড়ে সাতটায় আগুন লাগার খবর পান তারা। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। তবে উৎসুক জনতার কারণে আগুণ নিয়ন্ত্রণে কাজ করতে হিমশিম খেতে হয় তাদের।