কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১২:৪৮ পিএম
প্রবা ফটো
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক মো. ইয়াকুব ও ট্রাক চালকের সহযোগী বেলাল হোসেন। ট্রাকের চালক ও কাভার্ডভ্যানের চালকের সহযোগী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল কেমিক্যালবাহী একটি ট্রাক ও চালবোঝাই একটি কাভার্ডভ্যান। এ সময় একটি পরিবহন আরেকটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাত প্রায় ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও গুরুতর। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।