× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে মুক্তিপণে ছাড়া পেলেন ২ অপহৃত

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১৫:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দার নুর কামাল ও রঙ্গিখালী এলাকার বাসিন্দার নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন।

ইউপি সদস্য ফরিদ বলেন, স্বজনরা নানা মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর গতকাল (সোমবার) মধ্যরাতে হ্নীলা পাহাড়ে ওই দুইজনকে ছেড়ে দেওয়া হয়।তারা এখন চিকিৎসাধীন রয়েছে।

এর আগে শনিবার রাতে উপজেলার বাহারছড়া মারিশবনিয়া বসতবাড়ি থেকে তারা অপহরণের শিকার হন।

তবে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, অপহরণের পর পুলিশের ধারাবাহিক অভিযানের একপর্যায়ে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, মুক্তিপণ দেওয়ার ব্যাপারে স্বজনরা পুলিশকে কিছুই জানায়নি। মুক্তি পাওয়া দুইজনের কাছ থেকে তথ্য নিয়ে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা