× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে দৃষ্টিপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১১:৫৪ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫ ১২:০২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে এক দৃষ্টিপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এতে নিহতের চার সন্তান আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নিহত ব্যক্তির নাম নুরুল আমিন। আহতরা হলেন তার ছেলে বজলুর রহমান ভুলু, মো. মামুন, মো. ফিরোজ ও মেয়ে আছমা আক্তার।

অভিযুক্তরা হলেন একই এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম।

আহত বজলুর রহমান ভুলু বলেন, ‘আমাদের বাড়ির সামনে চায়ের দোকানের এখানে মাচা আছে। সেখানে বসে কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম বাইরের লোকজন নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয় ও নেশা করে। এ নিয়ে আমি প্রতিবাদ করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। আগের দিন চৌধুরীর দোকানের সামান্য লেনদেন নিয়ে আমার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। সে ঘটনায়ও তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এর জেরে তারা আমার ওপর হকিস্টিক ও রড দিয়ে হামলা চালায়। আমার চিৎকার শুনে আমার বাবা ও ভাই-বোনেরা এলে তাদেরও মারধর করে পালিয়ে যায়।’

তিনি জানান, পরে লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তার বাবাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের ফোন দেওয়া হলে তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিম নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা