চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ০০:০৭ এএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলি পণ্য প্র্রদর্শন, বিক্রি ও মজুদ না করার সিদ্ধান্ত নিয়েছে বেকারি ও মিষ্টিপণ্য প্রস্তুতকারী বনফুল এন্ড কোম্পানী। ফিলিস্তিনে ইসরায়েলের মানবতাবিবর্জিত কর্মকাণ্ড এবং নিরীহ সাধারণ জনগণ ও শিশুদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বনফুল এন্ড কোম্পানীর মহাব্যবস্থাপক আমানুল আলমের সইয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি বনফুল এন্ড কোম্পানির সব পরিবেশককে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে গতকাল থেকে কোকাকোলা, পেপসিসহ সব ধরনের ইসরায়েলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন, বিক্রয় ও মজুদকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।