শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১৩:২০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫ ১৩:৩০ পিএম
খোলা মাঠে সংঘর্ষের সময় মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ছবি ভিডিও থেকে নেওয়া।
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিক এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে কাজিয়ারচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এসময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে। অনেকের হাতে বালতি ও মাথায় হেলমেট। বালতি থেকে একের পর এক হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। মুহুর্মুহু বিস্ফোরণে মাঠ ছেয়ে যাচ্ছে ধোঁয়ায়।