× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১২:০১ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫ ১২:০৯ পিএম

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফের দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি ঘটেছে। ডাকাতরা যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুটে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (৫ এপ্রিল) ভোরে বাসের চালক ও হেলপারকে সাভার মডেল থানা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ডাকাতের কবলে পড়া বাসের যাত্রীরা জানান, শুক্রবার বিকালে চন্দ্রা থেকে আসা ‘ইতিহাস’ বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া হেমায়েতপুর সড়কে এলে কর্ণপাড়া ব্রিজের সামনে গাড়ি চলমান অবস্থায় বাসে যাত্রীবেশে থাকা কয়েকজন দেশি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। যাত্রীদের কাছ থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় বাস থামিয়ে নেমে যায় তারা।

বাসযাত্রী সুমন সরকার বলেন, ‘আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। বাসটি সাভারে এসে পৌঁছালে উলাইল থেকে কয়েক ব্যক্তি দেশি অস্ত্র ও ধারালো ছুরি দিয়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেয়।’

এ ছাড়া বাসে থাকা অন্যান্য যাত্রী জানান, তাদের সঙ্গে থাকা নারীদের গলার চেইন, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে দুটি ব্যাগে ভোরে নিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

বাসচালক রজব আলী বলেন,‘ বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। ডাকাতরা নেমে গেলে পরে যাত্রীরা ওই গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।’

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, ‘অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

তবে রাতে অভিযান চালিয়েও ডাকাতদের কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা