× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে কৃষক দল নেতার ‘গুলি করে হত্যার হুমকী’, বৃদ্ধা মা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক,বরিশাল

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ২২:০০ পিএম

বাকেরগঞ্জে কৃষক দল নেতার ‘গুলি করে হত্যার হুমকী’, বৃদ্ধা মা লাঞ্ছিত

বরিশালের বাকেরগঞ্জে এক ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কৃষক দল নেতার বিরুদ্ধে। এসময় তাকে বাঁচাতে গেলে তার বৃদ্ধা মাকে লাঞ্ছিত করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছে ভূক্তভোগী মহসিন বিশ্বাস ও তার পরিবার। 

ভূক্তভোগী মহসিন বিশ্বাস বলেন, ‘৫ আগস্টের পর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস তার কাছে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে এলাকা ছাড়া করাসহ দেখে নেওয়ার হুমকী দেন তিনি। ব্যবসায়ী মহসিন বিষয়টি জেলা বিএনপি ও কৃষক দলের শীর্ষ নেতাদের জানান। এতে আরও ক্ষুদ্ধ হয়ে ওঠে জাহাঙ্গীর বিশ্বাস। 

বুধবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে মহসিন তার বাড়ির সামনের সড়কে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। ঘটনাক্রমে ওই সড়ক দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন জাহাঙ্গীর বিশ্বাস। মহসিনকে দেখে মোটরসাইকেল থামিয়ে তাকে গালাগাল শুরু করেন তিনি। মহসিন প্রতিবাদ করলে তাকে গুলি করে ঝাঁঝড়া করে দেওয়ার হুমকী দেন তিনি। এসময় মহসিনের সঙ্গে থাকা ওই প্রতিবেশী গালাগালের কারণ জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘ও (মহসিন) আওয়ামী লীগ করে।’ 

ওকে এলাকায় থাকতে দেওয়া হবেনা। এসময় ওই প্রতিবেশী মহসিনের কোনও অপকর্ম আছে কিনা জানতে চাইলে সে কোনও সদুত্তর দিতে পারেননি। বুধবার (২ এপ্রিল) রাতের ওই ঘটনা মহসিন আবারও জেলা কৃষকদলের শীর্ষ নেতাদের জানান। এতে ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর  ও তার সহযোগীরা মহসিনের বাড়ির সামনে গিয়ে তাকে গালাগাল করে এবং ফের হত্যার হুমকি দেয়। এসময় মহসিনের মা বৃদ্ধা নুরজাহান বেগম এর প্রতিবাদ করেন এবং মহসিনের কি অপরাধ জানতে চান। জাহাঙ্গীর মহসিনের কোনও অপরাধ না বলে সে (মহসিন)  আওয়ামী লীগ করে বিএনপি করেনা বলে জানান। এসময় নুরজাহান বেগমের সামনে মহসিনকে মেরে ফেলার হুমকি দেন জাহাঙ্গীর। নুরজাহান বেগম এর প্রতিবাদ করলে তাকে এবং মহসিনকে শারীরিকভাবে লাঞ্জিত করেন। এসময় আসপাশের বাসিন্দারা ঘটনা প্রত্যক্ষ করলেও ভয়ে কেউ তাকে নিবৃত্ত করেনি।  

ভূক্তভোগী ব্যবসায়ী মহসিন বিশ্বাস বলেন, ‘তিনি কখনও আওয়ামী লীগ কিংবা এর কোনও অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনও পদে ছিলেন না। কোনও সময় তিনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে কখনও জড়িত ছিলেন না। তাকে হেনেস্তা করতেই আওয়ামী লীগ উপাধি দেওয়া হচ্ছে। ব্যবসায়ীক কারণে এলাকার বাইরে অবস্থান করায় এই এলাকায় তার বিরুদ্ধে কোনও অন্যায় কিংবা অপকর্মের কোনও অভিযোগ নেই।’

এছাড়াও এলাকায় তরমুজ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজীসহ বিভিন্নজনের সঙ্গে ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এর আগে ২০০১ সালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি মাহমুদ খান সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করাসহ প্রস্রাব খাওয়ানোর অভিযোগ রয়েছে জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে। 

এবিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘বিগত দিনে মহসিন বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর আমি বরিশাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসি।  কিন্তু বর্তমানে তিনি আমার বিরুদ্ধ কেন অপপ্রচার চালাচ্ছে তা আমার বোধগম্য নয়। আমি তার কাছে কোনও চাঁদা দাবি করিনি। এলাকায় আমার নামে কোনও অভিযোগ নেই। 

এবিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বরিশাল জেলা কৃষকদলের আহ্বায়ক মোহসিন আলম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তাকে (জাহাঙ্গীর) বরিশালে ডেকেছি। বিষয়টি শুনে আমি পরবর্তী ব্যবস্থা নেবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা