× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদের দেশে লিডারশিপ ভণ্ডামিপূর্ণ : হাসনাত আব্দল্লাহ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ২৩:৪৮ পিএম

শুক্রবার বিকালে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও ইফতারে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার বিকালে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও ইফতারে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। ওনারা আমাদের যা আমল করতে বলে, সেই আমলের ধারেকাছেও তারা যান না। অর্থাৎ, যারা সার্ভিস প্রোডিউস করে, তারা কখনও সার্ভিসের কনজ্যুমার না।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হল রুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সমাজে কিছু মানুষ আছে সুদখোর-ঘুষখোর। আবার সমাজের কিছু কিছু মানুষ আছে, যাদের কাজই হচ্ছে সালিশ দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে- থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে, যারা কখনও স্কুলের ধারেকাছেও যায় না, কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের, আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।

তিনি দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে, যারা কখনও দেবিদ্বারে থাকেনি, যারা দেবিদ্বারের অলিগলি চেনে না, দেবিদ্বারে বাজার করে কখনও তারা খায় নাই, দেবিদ্বারের শিক্ষাপ্রতিষ্ঠানে কখনও তারা পড়াশোনা করে নাই। দেবিদ্বারের কী সমস্যা, এটাই তারা জানে না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনওই পাইনি। যদি আপনি এ ভূমির সন্তান না হোন, এখানকার সমস্যা যদি আপনি না জানেন, তাহলে এ ভূমির সমস্যা আপনি কখনওই সমাধান করতে পারবেন না। ওরা মনে করে বংশের পরম্পরা মেইনটেইন করতে হবে, যার কারণে দেবিদ্বারে আসছে। আমরা যারা দেবিদ্বারে আছি, আমরা জানি এখানে কী কী সমস্যা।

এ সময় আরও বক্তব্য দেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা