× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ২০:৫২ পিএম

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল। প্রবা ফটো

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল। প্রবা ফটো

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর রোডস্থ সাউদার্ন পোর্ট রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল গোলদার।

ইফতারে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস, সাবেক  সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দীন টিপু, আইচা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা যুবদলের  আহ্বায়ক শহীদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, চরফ্যাশন দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. হজরত আলী হিরণ, শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সকলকে একযোগে কাজ করতে হবে। একজন ভালো সাংবাদিক তার লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চরফ্যাশন প্রেসক্লাব সদস্যরাও এ পেশার সম্মান রক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতিকে আলোকিত করবেন এটা আমাদের আশা। 

ইফতারে  আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির ধর্মবিষক সম্পাদক মাওলানা খুরশিদ আলম। 

ইফতার শেষে মাগরিবের নামাজের পর চরফ্যাশন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মৃত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেওয়া হয় এবং  ঈদুল ফিতর উপলক্ষে পরিবারকে চরফ্যাশন প্রেসক্লাবের পক্ষে সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ ও সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ প্রেসক্লারের নেতারা আর্থিক সহায়তা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা