× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বর্ণাঢ্য ঈদ আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৭:১১ পিএম

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বর্ণাঢ্য ঈদ আয়োজন

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। এছাড়া চাঁদরাতে থাকছে বিশেষ কিছু অনুষ্ঠান।

ঈদের প্রথম দিন আবিদ হোসেন সামি ও মৌসুমী মৌ’র উপস্থাপনায় প্রচারিত হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ ঘণ্টা’। চট্টগ্রামের সন্তান জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির, মীরাক্কেল খ্যাত তারকা আরমানসহ অনেক জনপ্রিয় মুখ দেখা যাবে অনুষ্ঠানটিতে।

এছাড়া ঈদের দিন থাকছে রাজনীতিক ও সাবেক সমন্বয়কদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘গণঅভ্যুত্থান, রাজপথ ও ঈদের চাঁদ’, নাটক সংগীত, নৃত্য ও ক্রীড়া জগতের সেলিব্রেটিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ঈদ আড্ডা, সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমার গান নিয়ে বিশেষ ছায়াছন্দ, বিশেষ শিশুতোষ অনুষ্ঠান ঈদের হাটে বাজনা বাজে, ঈদের বিশেষ নাটক, ইজ্জত আলীর প্রেস্টিজ।

হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও ক্রিস্টান ধর্মীয় গুরুদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান সম্প্রীতির ঈদ, বিশেষ নৃত্যানুষ্ঠান ঈদ ছন্দে নৃত্যানন্দে, কমেডি শো হাসতে নেই মানা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান পাহাড়ে ঈদ বিশেষ ব্যান্ড সংগীত গিটারের টানে, কাওয়ালী গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ঈদ কাওয়ালী, পল্লীগীতি নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান পরাণ পাখি ও মাইজভান্ডারি গানের অনুষ্ঠান দরবার এ মাইজভান্ডার সস্প্রচারিত হবে।

ঈদের দ্বিতীয় দিন আধুনিক গানের অনুষ্ঠান ঈদের দুপুরে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠান আমাদের ঈদ ঈদের রান্না, ঈদ আড্ডা, ছায়াছন্দ, ঈদ কাওয়ালী, শিশুতোষ অনুষ্ঠান ফুল পাখিদের ঈদ, ঈদ ছন্দে নৃত্যানন্দে, বিশেষ প্রীতি বির্তক ‘আমার বউ সেরা বউ’, তৃতীয় লিঙ্গের মানুষদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ‘আপন মানুষ’, দ্বৈত সংগীতা অনুষ্ঠান ‘যুগল বন্দী’, সংগীতানুষ্ঠান ‘আমার গান আমার ঈদ’, আঞ্চলিক গানের অনুষ্ঠান ‘পরাণ বন্ধুরে’, তারুণ্যের ঈদ ভাবনা, শিশুতোষ নাটক, চট্টগ্রাম ভাষায় আঞ্চলিক নাটক চাঁন রাইত,  ব্যান্ড সংগীত ‘গিটারের টানে’, সংগীতানুষ্ঠান ‘পরাণ পাখি’, দরবার এ মাইজভান্ডার ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান নতুন ঈদের চাঁদ প্রচারিত হবে।

ঈদের তৃতীয় দিন আধুনিক গানের অনুষ্ঠান ঈদের দুপরে, গীতিকার, সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সুর বন্ধন’, ছায়াছন্দ, ঈদ কাওয়ালি, ঈদ ছন্দে নৃত্যানন্দে, কৃষকের ঈদ আনন্দ, তারুণ্যের ঈদ ভাবনা, পারণ পাখি, গীটারের টানে, যন্ত্রসংগীত  ‘তাল তরঙ্গ’ মধু হই হই, কবিতা পাঠের অনুষ্ঠান, আমার গান আমার ঈদ, যুগল বন্দী এবং চট্টগ্রাম অঞ্চলের ঈদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ক্রমবিকাশ নিয়ে বিশেষ প্রামাণ্যনুষ্ঠান ‘ঈদের একাল সেকাল’ প্রচারিত হবে।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন বলেন, এবারই প্রথম চট্টগ্রাম অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণে ষাটটি অনুষ্ঠান সাজানো হয়েছে। আশা করি দর্শক নিমর্ল বিনোদন পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা