ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৬:০৫ পিএম
প্রবা ফটো
ঈদযাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতু দিয়ে যান চলাচল বেড়েছে। গত চার দিনে এই সেতু দিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৩৩৭টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পার হয়েছে। এতে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।
উত্তরবঙ্গগামী লেনে (পূর্ব প্রান্ত, টাঙ্গাইল) ২০ হাজার ২৪১টি যানবাহন পার হয়েছে, টোল আদায় ১ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।
ঢাকাগামী লেনে (পশ্চিম প্রান্ত, সিরাজগঞ্জ) ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়েছে, টোল আদায় ১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। এর আগের দিন, ২৭ মার্চে, ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এছাড়া, দুপাশে ২টি করে মোট ৪টি বুথ শুধুমাত্র মোটরসাইকেলের জন্য নির্ধারণ করা হয়েছে।