গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১৪:৩৬ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১৪:৩৮ পিএম
সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে গেছে। প্রবা ফটো
গাজীপুর মুরগীবাহী পিকআপ-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু ও জিয়ারু। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পুরো পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হোতাপাড়া এলাকায় একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে পিকআপটি দ্রুতগতিতে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।