গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:২৩ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মহাসড়কে কোনো অবস্থায়ই ব্যাটারিচালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। মহাসড়ক থেকে অন্তত ১০০ মিটার দূরত্বে যাত্রী ওঠানামা করতে হবে। এ বিষয়ে চালক ও যাত্রীদের সহযোগিতা চেয়ে তিনি সতর্ক করেন যে, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার চন্দ্রা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, ঈদে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে শুধু সবজিবাহী ট্রাক চলতে পারবে।
কমিশনার আরও বলেন, ঈদে যানজট নিরসনে মহাসড়ক দখলমুক্ত রাখা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় জিএমপি নিয়মিত কাজ করছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও সহায়তা করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার ৫০০ পুলিশ অফিসার কাজ করছেন।
নাজমুল করিম খান বলেন, যানজট মনিটরিংয়ে জিএমপির ড্রোন সার্ভিস কাজ করবে। কোথাও যানজট সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মহাসড়কের আশপাশে কোথাও পার্কিং করা যাবে না। যেখানে-সেখানে পার্কিং করবেন না। আপনারা সহযোগিতা করুন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব, যাতে ঘরমুখো মানুষ সহজেই বাড়ি যেতে পারে।
সড়কে শৃঙ্খলা ফেরানো নিয়ে জিএমপি কমিশনার বলেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসাধারণকেও আইন মানতে হবে। তাহলেই শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। আইন মানলেই ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।