মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১১:৩৫ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১১:৫৪ এএম
পবিত্র শবেকদরে এক ব্যতিক্রমী নিলামে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি ডিম। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে।
জানা গেছে, উপজেলার যাত্রাপাশা গ্রামের মো. তাজু মিয়া দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মির্জাপুর বাজার জামে মসজিদ শাখায় একটি ডিম দান করেন। নামাজ শেষে মসজিদে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
নিলাম ১০০ টাকায় শুরু হয়ে একপর্যায়ে ২২ হাজার টাকায় গিয়ে পৌঁছে। শেষ পর্যন্ত ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন। এরপর অন্য এক মুসল্লির দান করা একটি লেবুর নিলাম হয়, যা ১ হাজার ৫০০ টাকায় কেনেন ব্যবসায়ী আলতাফ মিয়া।
মসজিদের মুসল্লি ও ব্যবসায়ী মো. জাকির হোসেন জানান, নিলামে ব্যাপক প্রতিযোগিতা হয় এবং শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ।