গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১১:২০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১১:২৪ এএম
ঢাকা বাইপাস চার লেন এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ১৮ কিলোমিটার সাময়িক খুলে দেওয়া হয়েছে। প্রবা ফটো
ঈদ সামনে রেখে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস চার লেন এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ১৮ কিলোমিটার সাময়িক খুলে দেওয়া হয়েছে।
ঈদের আগে পাঁচ দিন ও পরে পাঁচ দিন কোনো টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে। চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এ এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি-রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা। জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির আশঙ্কাও থাকবে না। এ সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।
প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় প্রকল্পটির নির্মাণ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। ইতোমধ্যে ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ জানান, ঈদের আগে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়ের রাস্তাটি সাময়িক চালু করা হয়েছে।