ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২২:৪৭ পিএম
ভোলায় শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোলার শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘গুণগত মান ভালো হওয়ায় বাজারে শাহ্ সিমেন্টের চাহিদা বেশি।’ এ ছাড়া শাহ্ সিমেন্টের অগ্রগতি কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেনÑ শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভোলা সদর উপজেলার ডিলার আলমাস হোসেন, শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভোলা লো মার্কেটিং কর্মকর্তা মানজুরুল হক, লোর ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, এমআইএস কর্মকর্তা আবদুস সামাদ মাহমুদসহ ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান ও মনপুরার শতাধিক পরিবেশক উপস্থিত ছিলেন।