ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২২:২৬ পিএম
পাগলা থানা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিজ দলের নেতাকর্মীরা মেহেদি হাসান রাকিব নামে এক যুবদলকর্মীকে হত্যা করেছেন। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে ফসলি জমির মাটি কেটে নেওয়াকে কেন্দ্র করে উপজেলার পাগলা থানা নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজার পল্টন মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবদলকর্মী রাকিব তললী গ্রামের মজিবর রহমানের ছেলে। গুলিবিদ্ধ হওয়া আহত যুবকের নাম সাবিদ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ইয়াছিন খান, ফরিদ খা, জিয়া মৃধার সঙ্গে ফসলি জমির মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল একই এলাকার যুবদলকর্মী মেহেদি হাসান রাকিবের। এ নিয়ে ত্রিমোহনী পল্টন মোড়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইয়াছিন, ফরিদ খা, জিয়া মৃধা ও তাদের লোকজন রাকিবকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে বলে দাবি নিহতের পরিবারের লোকজনের। এ সময় সাবিদ নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়।
নিহত রাকিবের বাবা মজিবর রহমান বলেন, ফসলি জমি থেকে বিএনপি নেতা ইয়াছিন, জিয়াসহ আরও কয়েকজন মাটি কেটে নিচ্ছিল। এ সময় আমার ছেলে রাকিব বাঁধা দেয়। এ ঘটনায় সোমবার রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাকিবকে ইয়াছিন, জিয়া, ফরিদ ও তাদের লোকজন নির্মমভাবে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইয়াছিনসহ যাদের নাম আসছে- এরা হত্যার সঙ্গে জড়িত কি না এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।