কক্সবাজার অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২০:৫৭ পিএম
মঙ্গলবার ভোরে টেকনাফের উনচিপ্রাং এলাকার অভিযানে আটক ডাকাত। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড-নৌবাহিনী যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- একই এলাকার মোহাম্মদ সালেহ ও তার সহযোগী মোহাম্মদ আনোয়ার ওরফে সাদেক। তারা দুজনেই চিহ্নিত ডাকাত এবং ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এক ব্যক্তির বসতঘরে কিছু লোক অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটকরা হলেন একই এলাকার মোহাম্মদ সালেহ ও তার সহযোগী মোহাম্মদ আনোয়ার ওরফে সাদেক। এরপর আটক সালেহের বাড়ি তল্লাশি করে দেশিয় তৈরি একটি বন্দুক, একটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। মোহাম্মদ সালেহ নিজের নামে বাহিনী গড়ে তুলে ডাকাতি, অপহরণ, ছিনতাই ও মাদকপাচারসহ নানা অপরাধ সংঘটন করে আসছিল।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কমান্ডার সিয়াম-উল-হক।