× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাত আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২০:৫৭ পিএম

মঙ্গলবার ভোরে টেকনাফের উনচিপ্রাং এলাকার অভিযানে আটক ডাকাত। প্রবা ফটো

মঙ্গলবার ভোরে টেকনাফের উনচিপ্রাং এলাকার অভিযানে আটক ডাকাত। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড-নৌবাহিনী যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- একই এলাকার মোহাম্মদ সালেহ ও তার সহযোগী মোহাম্মদ আনোয়ার ওরফে সাদেক। তারা দুজনেই চিহ্নিত ডাকাত এবং ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় এক ব্যক্তির বসতঘরে কিছু লোক অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটকরা হলেন একই এলাকার মোহাম্মদ সালেহ ও তার সহযোগী মোহাম্মদ আনোয়ার ওরফে সাদেক। এরপর আটক সালেহের বাড়ি তল্লাশি করে দেশিয় তৈরি একটি বন্দুক, একটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। মোহাম্মদ সালেহ নিজের নামে বাহিনী গড়ে তুলে ডাকাতি, অপহরণ, ছিনতাই ও মাদকপাচারসহ নানা অপরাধ সংঘটন করে আসছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কমান্ডার সিয়াম-উল-হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা