যশোর প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ২১:০৪ পিএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া যশোরের জীবিত যোদ্ধা ল্যান্স করপোরাল শামসুদ্দিনের সঙ্গে দেখা করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময়ে তার জন্য ঈদের উপহার সামগ্রীও নিয়ে যান জেলা প্রশাসক।
সোমবার (১৭ মার্চ) বিকেলে শহরের পুলিশ লাইন টালিখোলায় ওই যোদ্ধার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। যোদ্ধা শামসুদ্দিন ১৯২৪ সালের ১০ জুনে যশোরে টালিখোলা এলাকায় জন্ম নেন। ১৯৪২ সালের ২৭ আগস্টে চট্টগ্রাম ২৯ রেজিমেন্টে যোগ দেন। ১০১ বছর বয়সি এই যোদ্ধা ১৯৪২ সালে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি ১৯৪৮ সালে অবসর নেন।
শামসুদ্দিন পাকিস্তান সেনাবাহিনী এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন বলে জেলা প্রশাসক ও ল্যান্স করপোরাল শামসুদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
জেলা প্রশাসকের দপ্তর থেকে একপ্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, সোমবার (১৭ মার্চ) দুপুরে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রথমবারের মতো জেলা সশস্ত্র বোর্ডের সভায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, যশোর শহরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন জীবিত সৈনিক রয়েছেন। পরে কিছু সময়ের মধ্যেই ওই সৈনিকের খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান জেলা প্রশাসক। এসময়ে ল্যান্স করপোরাল শামসুদ্দিনের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ঈদসামগ্রী ও পোশাক কেনার জন্য ১০ হাজার টাকা তুলে দেন। উপহার পেয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক আবেগাপ্লুত হয়ে পড়েন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘আজ (সোমবার-১৭ মার্চ) দুপুরে জেলা সশস্ত্র বোর্ডের সভায় গিয়ে জানতে পারি যশোরের শহরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ল্যান্স করপোরাল শামসুদ্দিন নামে একজন যোদ্ধা রয়েছেন। তিনি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি বিরল সম্মানের অধিকারী। যে কারণে সংবাদটি পাওয়ার কিছু সময়ের মধ্যে আমি তার বাড়িতে যাই এবং তার খোঁজ-খবর নিয়েছি। এসময়ে তার জন্য ঈদের উপহার সামগ্রী প্রদান করি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি আরও দীর্ঘজীবী হোন এবং সুস্থ থাকুন।