পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২০:৪৬ পিএম
পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ‘অতীতের নির্বাচনগুলোর মতো আগামী নির্বাচন হবে না। অতীতে যেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল, সেখানে জাতীয় পার্টি বা অন্য কোনো দল প্রার্থী দিত না। আবার যেখানে জাতীয় পার্টির প্রার্থী ছিল, সেখানে আওয়ামী লীগ প্রার্থী দিত না। তারা একসঙ্গে ছিল, আবার তার মধ্যে থেকে সরকারি ও বিরোধী দল তৈরি করত। এবারের নির্বাচনে বর্তমান সময়ে যে দুটি বড় দল আছে বিএনপি ও জামায়াত সবাই তাদের নিজ নিজ প্রার্থী দেবে।’
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মাসুদ সাঈদী আরও বলেন, ‘ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। আমার জানা মতে, ছাত্রদের দল গঠনে জামায়াতের কোনো ভূমিকা নেই। ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায়, তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে, সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়।
জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেনÑ পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ। এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।