ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ২০:১২ পিএম
প্রতীকী
মামলার তিন সপ্তাহ পরও গ্রেপ্তার করতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশাল গ্রামের শিশু ধর্ষণ মামলার আসামি ইমরানকে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সুযোগ বুঝে ওই শিশুকে লোভ দেখিয়ে নিয়ে যায় ইমরান। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নার আওয়াজে স্থানীয়রা এগিয়ে গেলে ধর্ষণ চেষ্টাকারী পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে শিশুটি ভয়ে আঁতকে উঠে। বাড়ি থেকে বের হতে চায় না। বিদ্যালয় বন্ধ থাকলেও লোক লজ্জায় সে সহপাঠি কিংবা বন্ধুদের সঙ্গেও খেলতে যেতে ভয় পায়।
এ ঘটনার দুদিন পর ২৬ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দেন আদরের মা। এতে ইমরানকে অভিযুক্ত করে মামলা করা হয়। মামলা হওয়ার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার পর থেকে অভিযুক্ত ইমরান পালিয়ে বেড়াচ্ছেন।
আদরের মা বলেন, ‘আমি গরীব মানুষ। এ বাড়ি ওই বাড়ি কাজ করি। মেয়েটি ঘরে একা থাকতে ভয় পায়। ইমরানের পরিবারের লোকজন আমাকে নানা হুমকি দিচ্ছে। ইমরানকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমি পুলিশের কাছে দাবি জানাই।’
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, ‘অভিযুক্তও কম বয়সি একটা ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক আছে। নানা কৌশলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’