প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১৯:৪৪ পিএম
স্বেচ্ছাসেবক দল নেতা মোতাহার হোসেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাঙারি মালামাল বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোতাহার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্বাচল হেলপেট চত্বরের ১৯ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
আহত মোতাহার হোসেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দাউদপুর ইউনিয়নের কালনি এলাকার বাসিন্দা। তিনি জানান, কালনি এলাকার মৃত আবদুল মজিদের ছেলে কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চোরাই মালামাল বিক্রি ও অন্যান্য অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে।
ঘটনার দিন কামরুল ইসলাম চোরাই ভাঙারি মালামাল বিক্রি করার সময় মোতাহার হোসেন তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে, একপর্যায়ে কামরুল ইসলাম লোহার রড দিয়ে মোতাহারের মাথায় আঘাত করেন এবং তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।
পরে স্থানীয়রা মোতাহার হোসেনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, "আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"