× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসতভিটা নিয়ে বিরোধ

কলেজছাত্রীকে মারধর-হুমকি, প্রতিবাদে মা-মেয়ের মানববন্ধন

রাজশাহী অফিস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৯:৪২ পিএম

মঙ্গলবার সাহেব বাজার জিরো পয়েন্টে সড়কে দাঁড়িয়ে মা-মেয়ের মানববন্ধন। প্রবা ফটো

মঙ্গলবার সাহেব বাজার জিরো পয়েন্টে সড়কে দাঁড়িয়ে মা-মেয়ের মানববন্ধন। প্রবা ফটো

রাজশাহীতে কলেজছাত্রীকে মারধর করে হুমকির প্রতিবাদে সড়কে দাঁড়িয়ে মা-মেয়ে মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘বাঁচতে চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই’- এ ব্যানারে মানববন্ধন করেন তারা।

এ সময় কলেজছাত্রী বলেন, জোরপূর্বক বাড়ি দখল নিতে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম জহির নামের এক ব্যবসায়ী আদালতে আমার পরিবারের নামে মিথ্যা মামলা করে। এ বিষয়ে খোঁজখবর নিতে গেলে আদালত চত্বরে আমাকে চুল ধরে মারধর করে জহিরসহ তার লোকেরা। এ সময় ৯৯৯ লাইনে ফোন করেও আমি সহযোগিতা পাইনি। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে। পরে থানায় গিয়ে জিডি করি আমি।

তিনি আরও বলেন, আদালত চত্বরে শারীরিকভাবে মারধর ও হুমকি দেওয়ার পর থেকে পরিবারসহ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়ি দখল নিতে তারা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। এজন্য আমি সরকারের কাছে নিরাপত্তা ও জহিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গত ২ ফেব্রুয়ারি রাজশাহীর তানোরে জোরপূর্বক বাড়ি দখল নিতে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করতে বাড়ি ভাঙচুর শেষে বাড়িতে আগুন দেয় এই জহিরুল ইসলাম জহির ও তার বাহিনী। এ সময় ভুক্তভোগী নারী পালিয়ে গেলেও পুরো বাড়িতে তাণ্ডব চালান তারা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর থেকে শিমুলপুকুর আদিবাসী পল্লিতে খাসজমির উপরে দুই মেয়েকে নিয়ে বসবাস করছেন ভুক্তভোগী ওই নারী। হঠাৎ করেই জমিসহ বাড়িটি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করছেন অভিযুক্ত জহির উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা