চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৯:০৪ পিএম
ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত
বিএনপি জনগণের দল হিসেবে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক ভুল ক্রুটি থাকতে পারে। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাবো আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করবো।
রবিবার (১৭ মার্চ) চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম ক্লাবে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, আশরাফ চৌধুরী, ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাত প্রমুখ।