কক্সবাজার অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৯:০৩ পিএম
উদ্ধারকৃত ইয়াবা। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সকালে নাফ নদীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো সঙ্গে থাকা দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বিশেষভাবে মোড়কজাত প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে ২ লাখ ইয়াবা পাওয়া যায় ।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।