× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারীকে তাৎক্ষণিক বদলি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৭:৩৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন এর স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ-অঞ্চল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মো. আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে বদলির আদেশ দেওয়া হলেও ওই বদলির আদেশ নানা কৌশলে বাতিল করেন ওসি আব্দুল বারী।

জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. আব্দুল বারী যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে মামলা বাণিজ্য ও গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ হেডকোয়াটার্স আইজিপি বরাবর এমন কয়েকটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়া ওসির দায়িত্ব পালনকালে এই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা