বগুড়া অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৬:২৭ পিএম
প্রকীকী
বগুড়ায় এক নারীকে হত্যার দায়ে হাবিব মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বগুড়ার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট পি এম তারিকুল ইসলাম সাচ্চু জানান, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে দণ্ডিত হাবিব মন্ডলকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও বিচারক তার রায়ে উল্লেখ করেন।
দণ্ডপ্রাপ্ত হাবিব মন্ডল বগুড়ার সোনাতলার রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে।
এডভোকেট তারিকুল ইসলাম জানান, হাবিব মন্ডলের দুই স্ত্রী রয়েছে। এর পরেও তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুরহাটের আজিবর রহমানের কন্যা জয়তারা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, হাবিব ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে জয়তারা বেগমকে সোনাতলা রেলওয়ে স্টেশনে ডেকে নিয়ে যান। সেখান থেকে তাকে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে গেলে হাবিরের দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। পরে হাবিব জয়তারাকে পাশের মাঠে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাবিব জয়তারাকে গলা টিপে হত্যা করেন। মরদেহ ওই মাঠে ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনার দুদিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। পরে তার বড় ভাই দুলু ব্যাপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় পুলিশ হাবিব মন্ডলকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেন হাবিব।