× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাইরে ইউনিয়ন সচিবের পদত্যাগ দাবিতে মানববন্ধন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১৬:১২ পিএম

মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন। প্রবা ফটো

মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন। প্রবা ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে শায়েস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা।

অভিযুক্ত ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্তা) হলেন মো. মঞ্জুরুল হক ভূঁইয়া।

মানববন্ধনে সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুছ আলী, ইউনিয়ন বিএনপি সহ -সভাপতি আব্দুল ওহাব ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মাহফুজ হাসান সিয়াম, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মহিদুর রহমান, ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুলাইমান বিকাশ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের আশরাফুল ইসলাম দিপু, ইউনিয়ন যুবদল নেতা রাজিব খান, ভুক্তভোগী আব্দুল গফুর, মো. সুরুজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের অঙ্গীকারনামা, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ইউপি সচিব ঘুষ চান। তা দিতে অস্বীকৃতি জানালে নানা অজুহাতে টালবাহানা শুরু করেন। পরে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে সেবা নেন এলাকাবাসী।

শায়েস্তা ইউপি সচিব মঞ্জুরুলের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা