× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর

পোশাককর্মী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ০০:০৩ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১০:৪৫ এএম

ছকি : সংগৃহীত

ছকি : সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় প্রাইভেট কারের চাপায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হন প্রায় ২০ জন।

নিহত পোশাককর্মীর নাম সাবিনা আক্তার (২৮)। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাবিনা ময়মনসিংহের ফুলপুর উপজেলার খালসাইদ ফুনা গ্রামের রাব্বির স্ত্রী এবং গোল্ডেন রিপিট কারখানার কর্মী।

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয়রা জানান, গোল্ডেন রিপিট কারখানার কর্মী সাবিনা ইফতার শেষে বাসা থেকে কারখানার উদ্দেশে রওনা দেন। পথমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন পরিস্থিতি স্বাভাবিক করা হয়

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা