× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ দফা দাবিতে জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

জয়পুরহাট সংবাদদাতা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১২:৪২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:১২ পিএম

দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। প্রবা ফটো

দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। প্রবা ফটো

জয়পুরহাটে ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত জনগোষ্ঠীর মানুষ।  

শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে সোমবার (৫ ডিসেম্বর) সকালে এ কর্মসূচি হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জয়পুরহাট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রবিদাস ফোরাম জয়পুরহাট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পা রবিদাস, জয়পুরহাট আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক সুরেশ রবিদাসসহ আরও অনেকে।

আন্দোলকারীদের ৮ দফা দাবিতে হলো- জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন' করা, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি'র বরাদ্দ বাড়ানো, সব মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, পরিচ্ছন্নকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সব উপকরণ সরবরাহ করা, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করা, সব ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা, দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়াতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা