× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

পাওনাদারদের টাকা ফেরত দিচ্ছেন সেই ওসি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২৩:৩২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর পাওনাদারদের টাকা ফেরত দিতে শুরু করেছেন নান্দাইল মডেল থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।

বেশ কয়েকজন পাওনাদার এবং নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার অনলাইনে ‘প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় পাওনাদারদের ভিড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

পাওনাদার কাপড়ের ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন খান রেনু বলেন, ‘ওসি ফরিদ আহমেদ ফোন করে ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকায় পাওনা ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা ফেরত দিয়েছে।’ এ ছাড়া ইলেকট্রনিক দোকানের ব্যবসায়ী ফরহাদ হোসেন তার বকেয়া ১১ হাজার টাকা ফেরত পেয়েছে বলেও জানান।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ওসি ফরিদ আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে সবকিছু গুছিয়ে থানা ছেড়ে সদরে চলে যান। তার প্রত্যাহারের খবর পেয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা থানা ফটকে এসে ভিড় জমান। তাদের দাবি ছিল, ওসি ফরিদ তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস বাকিতে কিনে আর টাকা পরিশোধ করেননি।

এ ব্যাপারে নান্দাইল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. মোজাহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি ফরিদ আহমেদ অনেকের টাকা পরিশোধ করেছেন। বাকিদের টাকা দ্রুত পরিশোধ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা