প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২৩:৩২ পিএম
ফাইল ফটো
প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর পাওনাদারদের টাকা ফেরত দিতে শুরু করেছেন নান্দাইল মডেল থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ।
বেশ কয়েকজন পাওনাদার এবং নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে আজ দুপুরে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার অনলাইনে ‘প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় পাওনাদারদের ভিড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
পাওনাদার কাপড়ের ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন খান রেনু বলেন, ‘ওসি ফরিদ আহমেদ ফোন করে ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকায় পাওনা ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা ফেরত দিয়েছে।’ এ ছাড়া ইলেকট্রনিক দোকানের ব্যবসায়ী ফরহাদ হোসেন তার বকেয়া ১১ হাজার টাকা ফেরত পেয়েছে বলেও জানান।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ওসি ফরিদ আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে সবকিছু গুছিয়ে থানা ছেড়ে সদরে চলে যান। তার প্রত্যাহারের খবর পেয়ে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা থানা ফটকে এসে ভিড় জমান। তাদের দাবি ছিল, ওসি ফরিদ তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস বাকিতে কিনে আর টাকা পরিশোধ করেননি।
এ ব্যাপারে নান্দাইল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. মোজাহিদুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি ফরিদ আহমেদ অনেকের টাকা পরিশোধ করেছেন। বাকিদের টাকা দ্রুত পরিশোধ করবেন।