× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গুড়ায় ট্রাক চাপায় ছেলে নিহত, বাবা আহত

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২২:৪২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৫ ২২:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ট্রাকের নিচে পিষ্ট হয়ে বাবা সুলাইমান গুরুতরভাবে আহত ও ছেলে জুনায়েদ আহমেদ নামের এক শিশু নিহত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ)  পাবনার ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। 

সুলাইমান পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিওকর্মী।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেলে জুনায়েদকে নিয়ে সোলাইমান মোটরসাইকেলে সকালে খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ি থেকে বিকাল ৪টার দিকে গ্রামের বাড়ি পাথরঘাটার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে চণ্ডীপুরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ও সুলাইমান গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আহ্ত সোলাইমানকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে পৌঁছানো হবে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা