× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২২:৩৩ পিএম

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। প্রবা ফটো

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। প্রবা ফটো

বরিশালে চার বছর বয়সী কন্যা শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশাল নগরীর ধানগবেষনা রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মো. সুজন (২৪) নগরীর ধানগবেষনা রোড জিয়ানগর এলাকার মো. মনিরের ছেলে। 

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার (১৪ মার্চ) বিকালে জিয়ানগর এলাকায় এক শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এতে শিশুটি অসুস্থ হলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় সুজনকে আসামি করে শিশুটির মা বাদী হয়ে শনিবার থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। ঘটনায় আজ বিকালে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়া হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নিহত সুজনের মা মঞ্জু বেগমের অভিযোগ, তার ছেলে নির্দোষ। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে ফাঁসানো হয়। পরে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংশা করার জন্য কয়েকজন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্থানীয় বাধন, বাচ্চু, স্বর্না ও সাদ্দামসহ ১০/১৫ জন গাছের সাথে বেধে ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। এদিকে সন্তান হত্যার বিচার দাবি করেছেন মঞ্জু বেগম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা