ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২২:০১ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ২২:০২ পিএম
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে শশুরবাড়ি বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে রাকিব হোসেন নামে এক যুবকের রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ শশুরবাড়ির একটি শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন উপজেলার ইলশামারি গ্রামের মো. স্বপনের ছেলে ও পেশায় সে একজন রিকশাচালক।
ঈশ্বরদী থানার পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেনের মেয়ে মোছা. জলি খাতুনের সঙ্গে এক বছর আগে রিকশাচালক রাকিবের বিয়ে হয়। স্ত্রী জলি খাতুন অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত তিনদিন আগে তার শশুর বাড়িতে স্ত্রীকে রেখে যেতে ও বেড়াতে আসেন রাকিব। কয়েকদিন সে শশুরবাড়ি থেকেই রিকশা চালাচ্ছিল। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে ভাড়ায়চালিত রিকশা চালানো শেষে শশুরবাড়িতে এসে হটাৎ কাকে যেন অকথ্য ভাষায় সে নিজেই গালিগালাজ করতে থাকে। পরে তার স্ত্রী অনেকবার জিজ্ঞেস করেও প্রকৃত কারণ জানতে পারেনি। রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে দোকানে সিগারেট আনতে পাঠালে তার স্ত্রী সিগারেট নিয়ে ফিরে এসে শয়নকক্ষের দরজাটি বন্ধ দেখে। বেড়ার ফাঁক দিয়ে তাকালে দেখে রাকিব ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছে। পরে স্ত্রী জলির চিৎকার চেঁচামেচিতে এলাকার কয়েকজন এসে দরজা ভেঙ্গে দেখে রাকিব সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
রাকিবের স্ত্রী জলি খাতুন বলেন, ‘সে আমাকে এখানে রাখতে এসে কয়েকদিন যাবত নিজেও রয়েছে। এখান থেকেই রিকশা চালাচ্ছে। গতকাল রাতে হটাৎ করে এসে ক্ষিপ্ত হয়ে কাকে যেন গালিগালাজ করছিল। অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে কিছুই বলেনি। সকালে ঘুম থেকে উঠে আমি দোকানে গেলে ফিরে এসে দেখি এই অবস্থা।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে। পরে আত্মহত্যার প্রকৃত কারণ জেনে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।’