× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২১:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন দিনমজুর বাবা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভুক্তভোগী ওই বাবা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের কাছে কোর্ট ফি সংবলিত একটি লিখিত অভিযোগ করেন। এর অনুলিপি আদিতমারীর উপজেলা মাধ্যমিক অফিসার, নির্বাহী অফিসারসহ জেলা মাধ্যমিক অফিসারের কাছেও দিয়েছেন। এরপর থেকে ওই অধ্যক্ষ তার রেগুলার ফোন বন্ধ রেখে অন্য নম্বর ব্যবহার করছেন। বাড়িতে, অফিসে কোথায় পাওয়া যাচ্ছে না।

লিখিত অভিযোগে ওই মেয়ের বাবা বলেন, তিনি একজন দিনমজুর। তার মেয়ে অধ্যক্ষের কাছে এইসএসসি পরিক্ষার ফরম পূরণের অর্থ কমানোর জন্য যায়। অধ্যক্ষ রবিউল আলম মেয়েটির কথা শোনার পর অধ্যক্ষের মোবাইল ফোনে কথা বলতে বলে। 

মেয়েটি তার পরিবারের সদস্যদের সামনে ৯ মার্চ মোবাইলে লাউড স্পিকার অন করে কথা বলে। এমন সময় অধ্যক্ষ রবিউল আলম রাতে দেখা করতে বলেন। মেয়ে হয়ে রাতে দেখা করা সম্ভব নয় জানালে অধ্যক্ষ বলেন ‘তাহলে এখনই দেখা করা উচিত, আমি রোজা নাই।’ 

এর পরদিন মেয়েটি কলেজে গেলে অধ্যক্ষ রবিউল আলম মেয়েটিকে উদ্দেশ্য করে কলেজের মাইদুল ইসলামকে বলেন ‘এই মেয়েটিকে একটি কথা বলেছি, মেয়েটি তাতেই ভয় পেয়েছে।’

এ বিষয়ে অধ্যক্ষ রবিউল আলম বলেন, আমি সাহিত্যের ভাষায় মেয়েটির সাথে কথা বলিনি। গ্রাম্য ভাষায় কথা বলেছি। এতেই সমস্যা হয়েছে। আর আমাদের স্কুলটি নিয়ে অনেক রাজনৈতিক পক্ষ-বিপক্ষ কাজ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমরা অভিযোগের অনুলিপি পেয়েছি, অভিযোগটি ডিসি বরাবর করা হয়েছে। তাই ডিসির কাছ থেকেই সিদ্ধান্ত আসবে।’

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘অভিযোগটি আমি পুলিশ সুপারকে দিয়েছি। পুলিশের পক্ষ থেকে তদন্ত করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা