নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২১:০৩ পিএম
প্রবা ফটো
নোয়াখালীর সুবর্ণচরে স্প্রে দিয়ে অজ্ঞান করে গৃহবধূর ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর মজিদ গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা খাতুন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর মজিদ গ্রামের ওমান প্রবাসী মো. রফিকের স্ত্রী।
খাতুন বলেন, রাত ১টার দিকে আমার রুমে স্প্রে করে। আমি কে কে বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। আমার সন্তানদের রুমও স্প্রে করা হয়। তারপর আমার চারটা গাভী ও দুইটা শাহিওয়াল ছিল। এছাড়াও একটা ১৫ দিনের বাছুর ছিল। বাছুর টাকে না নিয়ে বাকি ৬টা গরু চুরি করে নিয়ে যায়।
ফাতেমা খাতুন আরও বলেন, আমার বাড়িতে একটা কুকুর ছিল। সেই কুকুরকে গতকাল মেরে ফেলেছে। তারপর আমার বাড়ির সবাইকে স্প্রে দিয়ে অজ্ঞান করে ৬টা গরু চুরি করে নিঃস্ব করে দিয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে। দেখি পুলিশ কি করে।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টা জেনেছি। ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।