নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৪৪ পিএম
প্রবা ফটো
নোয়াখালীর দ্বীপ হাতিয়াতে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় মো. দিদার উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. দিদার উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গৃহবধূ তাসলিমা বেগমের সাথে দিদার উদ্দিনের ১০/১২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে দিদার পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় তাসলিমার কাছে যৌতুক দাবি করেন। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এর আগে বিদেশ যাওয়ার কথা বলে কয়েক ধাপে যৌতুক নিয়েছেন তিনি।
গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। তাসলিমা টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে দিদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য মিলে তাসলিমাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারধর করে। মারধরের কারণে তাসলিমা মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেন। র্যাব-১১, সিপিসি-৩ বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে অভিযুক্ত দিদারকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।