× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে : আবুল হোসেন খান

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৪২ পিএম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে : আবুল হোসেন খান

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশালের সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

আবুল হোসেন খান বলেন, পতিত আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার হরণ করেছে। দীর্ঘ ১৫ বছর কেউ ভোট দিতে পারেনি। কারণ দিনের ভোট আগের দিন রাতেই হয়ে গেছে। খুনি ও ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার ও স্বৈরাচারের কারণে এ দেশের ছাত্রসমাজ, যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। যার ফল হচ্ছে জুলাই-আগস্ট। এই জুলাই-আগস্ট একদিনে সৃষ্টি হয়নি। এটা নিয়ে একক ভাবনা ভাবলে তা হবে বোকার স্বর্গে বসবাস করার ন্যায়। 

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন বাকেরগঞ্জ থানা মসজিদের ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজামুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, জেলা কৃষক দলের আহ্বায়ক মহাসিন আলম, সদস্য সচিব শফিউল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম। 

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল আহসান জুয়েল, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, সদস্য সচিব আল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য সচিব রাশেদ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি খালেক হাওলাদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা