জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ২০:৪১ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ২০:৪৪ পিএম
প্রতীকী ছবি
জামালপুরে ১৩ বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শুক্রবার (১৪ মার্চ) সকালে সদর উপজেলার তুলশীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০ টার দিকে শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে আনা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. লাল মিয়া। পেশায় অটোরিকশার চালক মো. লাল মিয়া শশুর বাড়িতে থাকতেন। ওই ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক আছেন।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সকালে বাড়ির পাশে ছোট বোনকে সঙ্গে নিয়ে খেলাধুলা করছিল শিশুটি। এসময় লাল মিয়া নামের এক প্রতিবেশী ভুক্তভোগীকে তার বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে। পরে শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে। কিছুক্ষণ পর আরেক নারী প্রতিবেশী সেই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনার বিচার দাবি করেছেন তারা।
শিশুটির মা বলেন, ‘আমার বাচ্চা প্রতিবন্ধী। আমার মেয়ে খেলা করছিল। সেখান থেকে আমার মেয়েকে নিয়ে ধর্ষণ করছে। নিয়ে যাওয়ার সময় মানুষজনও দেখছে। আমার বাচ্চাকে ওই ঘর থেকেই মানুষ বের করছে। রাতে বাচ্চার পেটের ব্যথায় চিৎকার করছিল। তার কারণে হাসপাতালে ভর্তি করেছি।’ এই ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেন তিনি।
জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ‘ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’