ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের কাজ চলছিল। মাটি উত্তোলনের সময় পুকুরে ৬০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন মাটি কাটা শ্রমিকরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে।
এ বিষয়ে ওসি মো. আল মামুন বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কিনা।
তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।