× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্ন দেখে কবর থেকে পিতার লাশ উত্তোলন, অতঃপর...

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৯:৩৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মাদারীপুরের কালকিনি উপজেলার মহুরুদ্দিরচর গ্রামের রুবেল শেখ স্বপ্ন দেখেন- তার পিতা সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি। 

এ পরিপেক্ষিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে রুবেল একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করেন। পরে নিজঘরের বারান্দায় দাফন করেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ মার্চ) এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে লোকজন আসতে শুরু করেন।

এলাকাবাসী জানান, সোহরাব শেখ ৮-৯ মাস আগে মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার লাশ তোলার খবর পেয়ে আমরা স্বচক্ষে দেখতে আসলাম। প্রকৃতপক্ষে সোহরাব শেখের ছেলে রুবেল শেখ একজন নেশাগ্রস্ত। এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং অনেকগুলো মামলার আসামি এই রুবেল। তবে কি কারণে বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজঘরে দাফন করেছেন এ ব্যপারে কিছু বলতে পারছে না কেউ।

তবে রুবেল জানান, “আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরে জীবিত আছেন। তাই বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেয়া হোক।”

এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী বলছে, রুবেল পাগল হয়ে গেছে, তার চিকিৎসা করানো উচিৎ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা